নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ । রবিবার (১৬ জুলাই) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হোসেন মনসুর ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর যৌথ সুপারিশক্রমে ১০৮ সদস্যের কমিটি অনুমোদিত হয়।
ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ এর আগে দেশের সর্বপ্রাচীন পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র সহসভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ এর গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেতুয়া গ্রামে। উনার পিতা প্রয়াত নূর মাহমুদ ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ছাত্রজীবন থেকেই আতাউল মাহমুদ রাজনীতির সাথে জড়িত। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক ও তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্যের দায়িত্ব পেয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ বলেন, ‘জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই দায়িত্বের সর্বোচ্চ ব্যবহার করবো। তৃনমূলের উন্নয়ন তরান্বিত করতে বাসাইল-সখীপুর (টাঙ্গাইল-৮) উপজেলাকে সারা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল বানাতে চেষ্টা করে যাবো।
Leave a Reply