সখীপুর সংবাদদাতা:টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) বিকাল চারটায় সখীপুর আর্ত-সন্ধান ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত র্যালীটি সখীপুর গার্লস স্কুল রোড থেকে শুরু হয়ে মোখতার ফোয়ারা চত্বর হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বশির উদ্দিন আশিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক শাহনাজ বেগম।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল রজতের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সখীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার, সাংবাদিক মোস্তফা কামাল, সাংবাদিক সজল আহমেদ, সমাজকর্মী আহমেদ শফি, আর্ত-সন্ধান ব্লাড ফাউন্ডেশনের আইন বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির, শরিফুল ইসলাম শিশির প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ২০২৩-২৪ কার্যকরী পরিষদের নতুন কমিটি ঘোষণা করেন।
সদ্য ঘোষিত কমিটিতে মোঃ বশির উদ্দিন আশিক কে সভাপতি ও শরিফুল ইসলাম শিশিরকে সাধারণ সম্পাদক করে ৩০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply