1. publisher@banglasomoy24.com : bangla somoy : bangla somoy
  2. admin@banglasomoy24.com : sp-admin :
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
সখীপুরে শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান সখীপু্রে মানব পাচারকারীর খপ্পরে পড়ে নিঃস্ব ২ যুবক তাদের টাকা ফেরত চায় সখীপুরের খোশবাহার উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদে বিজয়ী ফজলুল হক,শূন্য ভোট পেয়ে পরাজিত প্রভাবশালী প্রার্থী সখীপু্রে শতবর্ষী বৃদ্ধার বসতভিটা বিক্রি করলো ছেলে, ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন বৃদ্ধা মা সখীপুরে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে উদ্বুদ্ধকরণ সভা সখীপুরে ‘উত্তম কৃষি চর্চা’ নিয়ে কৃষক প্রশিক্ষণ সখীপুরে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের সাথে Apeel Science এর সেমিনার সখীপুরে চাঁদা না পেয়ে বিভ্রান্ত মূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ৪নং যাদবপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা সখীপুরে সংসদ সদস্যের অঙ্গহানি ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

আবারো দল বদল করে কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দিলেন সখীপুর পৌরসভার সাবেক মেয়র

  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬৫ বার দেখা হয়েছে
  • ই-পেপার দেখুন

সখীপুর(টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব আবারো কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দিয়েছেন। আজ শনিবার (১৮ ফ্রেবুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহীদ মিনার চত্বরে আনুষ্ঠানিকভাবে দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বিরোত্তম এর গলায় গামছা পরিয়ে দিয়ে তিনি ওই দলে যোগ দেন। পরে কাদের সিদ্দিকী সানোয়ার হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন। এ নিয়ে সানোয়ার হোসেন তিনবার দল বদল করলেন।

সানোয়ার হোসেন সজীব সখীপুর থেকে ১০টি বাস, ১০টি মাইক্রোবাস, প্রাইভেট কার, ৫০টি সিএনজিচালিত অটোরিকশা ও শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে টাঙ্গাইল শহরের ওই অনুষ্ঠানে যোগ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সানোয়ার হোসেন সজীব ১৯৯৩ সালে সখীপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে ছাত্ররাজনীতি শুরু করেন। এরপর অল্প সময়ের জন্য উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক পদেও নাম লিখিয়েছিলেন। ১৯৯৯ সালে বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ থেকে সরে গিয়ে নতুন দল কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেন। সানোয়ার হোসেন সজীব ওই দলে যোগ দিয়ে জেলা কমিটির যুববিষয়ক সম্পাদক নির্বাচিত হন। তবে ২০১১ সালের ২৬ মে তিনি কাদের সিদ্দিকীর দল ছেড়ে দিয়ে বিএনপিতে যোগ দেন। এরপর ২০১৫ সালের ২১ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনি বিএনপি থেকে বহিষ্কার হন। এর প্রায় আট বছর পর সানোয়ার হোসেন সজীব আবার কাদের সিদ্দিকীর দলে ফিরে এলেন।

এ প্রসঙ্গে আজ সকালে সানোয়ার হোসেন বলেন, ‘বিএনপিতে যোগ দেওয়া ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আগামী দিনগুলো আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে থেকেই মানুষের সেবা করতে চাই। এ ছাড়া আমার অনুসারী হাজার খানেকের বেশি লোক স্বতঃস্ফূর্তভাবে আমার সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দিয়েছেন।’

টাঙ্গাইল শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, টাঙ্গাইল জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হালিম সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০২ সালে কৃষক শ্রমিক জনতা লীগের দলের সমর্থনেই সানোয়ার সখীপুর পৌরসভার মেয়র পদে নির্বাচিত হন। তবে মেয়র থাকাকালে দলের সঙ্গে তাঁর দূরত্ব সৃষ্টি হতে থাকে। একপর্যায়ে ২০১১ সালের ২৬ মে তিনি কাদের সিদ্দিকীর দল ছেড়ে দিয়ে বিএনপিতে যোগ দেন। তবে বিএনপি যোগ দেওয়ার পরও দলীয় কোনো পদ পাননি সানোয়ার হোসেন সজীব । ২০১৫ সালে বিএনপি থেকে বহিষ্কারের পর সানোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে কয়েক বছর ধরে সানোয়ার আওয়ামী লীগে যোগদানের চেষ্টা করেছিলেন বলে গুঞ্জন উঠেছিল। তবে সম্প্রতি কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর কৃষক শ্রমিক জনতা লীগ বেশ চাঙা হয়ে উঠেছে। এমন সময়ই সানোয়ার হোসেন আবার কৃষক শ্রমিক জনতা লীগেই যোগ দিলেন।

উপজেলা বিএনপির প্রতিবাদ

এদিকে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিএনপি নেতা’ ও সাবেক মেয়র সানোয়ার হোসেন তাঁর অনুসারীদের নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দিচ্ছেন।

এই বিবৃতির প্রতিবাদ করে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু ও সাধারণ সম্পাদক আবদুল বাসেত এক বিবৃতিতে জানিয়েছেন, সাবেক মেয়র সানোয়ার হোসেন ২০১১ সালে বিএনপিতে যোগ দিলেও তিনি কোনো পদে ছিলেন না। আবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁকে সাত বছর আগে দল থেকে বহিষ্কার করা হয়। অতএব সানোয়ার হোসেন এখন আর বিএনপির নেতা বা কর্মী  নন। বিএনপি থেকে তিনি যোগ দিচ্ছেন এ কথা সঠিক নয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরও খবর
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews