1. publisher@banglasomoy24.com : bangla somoy : bangla somoy
  2. admin@banglasomoy24.com : sp-admin :
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সখীপুরে শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান সখীপু্রে মানব পাচারকারীর খপ্পরে পড়ে নিঃস্ব ২ যুবক তাদের টাকা ফেরত চায় সখীপুরের খোশবাহার উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদে বিজয়ী ফজলুল হক,শূন্য ভোট পেয়ে পরাজিত প্রভাবশালী প্রার্থী সখীপু্রে শতবর্ষী বৃদ্ধার বসতভিটা বিক্রি করলো ছেলে, ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন বৃদ্ধা মা সখীপুরে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে উদ্বুদ্ধকরণ সভা সখীপুরে ‘উত্তম কৃষি চর্চা’ নিয়ে কৃষক প্রশিক্ষণ সখীপুরে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের সাথে Apeel Science এর সেমিনার সখীপুরে চাঁদা না পেয়ে বিভ্রান্ত মূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ৪নং যাদবপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা সখীপুরে সংসদ সদস্যের অঙ্গহানি ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

পাসপোর্টের উপর হুমকি বাংলাদেশের জন্য লজ্জাজনক- কাদের সিদ্দিকী

ডেস্ক রিপোর্ট:
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বিরোত্তম বলেছেন, পাসপোর্টের উপর হুমকি বাংলাদেশের জন্য লজ্জাজনক। আওয়ামী লীগ বলে আমেরিকার ভিসা নীতি বিএনপির জন্য, বিএনপি বলে আওয়ামী লীগের জন্য।

শনিবার (৩ জুন) বিকালে বীরমুক্তিযোদ্ধা এসএম আমজাদ হোসেন বিএসসি রচিত “মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর ভ্রাম্যমাণ হাসপাতাল” নামক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি বলেন, যারা মুক্তিযোদ্ধা তারা আমার কাছে সবাই সমান, কে আওয়ামী লীগ, কে বিএনপি আর কে জাতীয় পার্টি এসবের কোনো মূল্য নাই।

মুক্তিযোদ্ধাদের এতো খুচালে তারা যাবে কোথায়।
ইয়াহিয়া খান পারে নাই, টিক্কা খানও পালিয়ে গেলো আর নিয়াজী আইসাও পারে নাই কিন্তু এখন আর সেটা নাই। এখন একদল বিএনপি মুক্তিযোদ্ধা, একদল হাসিনা মুক্তিযোদ্ধা। আসলে
এসব কোনোটাই মেনে নেওয়া যায়না, মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাই থাকা উচিত।

তিনি বলেন আমি দুই হাজার টাকা সম্মানী ভাতার জন্য আওয়ামী লীগ ছাড়ছিলাম, সরকার ছাড়ছিলাম, সংসদ ছাড়ছিলাম, আর দুই হাজার টাকার মূল্য এখনকার পঞ্চাশ হাজারের চেয়ে বেশি ছিলো।

মিথ্যা কথা সবচাইতে গুনাহ আর সেই মিথ্যা বাংলায় সবচেয়ে বেশি, মিথ্যা ছাড়া আর কোনো সত্য নাই, সরকারও বলে মিথ্যা, বিরোধীদলও বলে মিথ্যা, আওয়ামী লীগও বলে মিথ্যা, জাতীয় পার্টি বলে মিথ্যা, আর জামাত যদি এরকম না করতো তবে বাংলাদেশে য পরিমাণ মানুষ মারা গেছে তার চার ভাগের একভাগ মানুষ মারা যেতো।

বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস শিকদারের সভাপতিত্বে ও আব্দুল হালিম সরকার লালের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, বীরমুক্তিযোদ্ধা এসএম আমজাদ হোসেন, সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বীরমুক্তিযোদ্ধা এম ও গনি, সরকারি সাদত কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আলীম মাহমুদ, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, বীরমুক্তিযোদ্ধা এস এম এ মোত্তালিব, সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যাপক আবদুল আলীম প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরও খবর
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews