ডেস্ক রিপোর্ট:
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বিরোত্তম বলেছেন, পাসপোর্টের উপর হুমকি বাংলাদেশের জন্য লজ্জাজনক। আওয়ামী লীগ বলে আমেরিকার ভিসা নীতি বিএনপির জন্য, বিএনপি বলে আওয়ামী লীগের জন্য।
শনিবার (৩ জুন) বিকালে বীরমুক্তিযোদ্ধা এসএম আমজাদ হোসেন বিএসসি রচিত “মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর ভ্রাম্যমাণ হাসপাতাল” নামক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি বলেন, যারা মুক্তিযোদ্ধা তারা আমার কাছে সবাই সমান, কে আওয়ামী লীগ, কে বিএনপি আর কে জাতীয় পার্টি এসবের কোনো মূল্য নাই।
মুক্তিযোদ্ধাদের এতো খুচালে তারা যাবে কোথায়।
ইয়াহিয়া খান পারে নাই, টিক্কা খানও পালিয়ে গেলো আর নিয়াজী আইসাও পারে নাই কিন্তু এখন আর সেটা নাই। এখন একদল বিএনপি মুক্তিযোদ্ধা, একদল হাসিনা মুক্তিযোদ্ধা। আসলে
এসব কোনোটাই মেনে নেওয়া যায়না, মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাই থাকা উচিত।
তিনি বলেন আমি দুই হাজার টাকা সম্মানী ভাতার জন্য আওয়ামী লীগ ছাড়ছিলাম, সরকার ছাড়ছিলাম, সংসদ ছাড়ছিলাম, আর দুই হাজার টাকার মূল্য এখনকার পঞ্চাশ হাজারের চেয়ে বেশি ছিলো।
মিথ্যা কথা সবচাইতে গুনাহ আর সেই মিথ্যা বাংলায় সবচেয়ে বেশি, মিথ্যা ছাড়া আর কোনো সত্য নাই, সরকারও বলে মিথ্যা, বিরোধীদলও বলে মিথ্যা, আওয়ামী লীগও বলে মিথ্যা, জাতীয় পার্টি বলে মিথ্যা, আর জামাত যদি এরকম না করতো তবে বাংলাদেশে য পরিমাণ মানুষ মারা গেছে তার চার ভাগের একভাগ মানুষ মারা যেতো।
বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস শিকদারের সভাপতিত্বে ও আব্দুল হালিম সরকার লালের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, বীরমুক্তিযোদ্ধা এসএম আমজাদ হোসেন, সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বীরমুক্তিযোদ্ধা এম ও গনি, সরকারি সাদত কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আলীম মাহমুদ, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, বীরমুক্তিযোদ্ধা এস এম এ মোত্তালিব, সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যাপক আবদুল আলীম প্রমুখ।
Leave a Reply