সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের সখিপুরের ঐতিহ্যবাহী সংগঠন রংধনু ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) রাত ৯ টায় ৩ নং ওয়ার্ডের সিকদার রোডে ক্লাবের নিজস্ব কার্যালয়ে এম.আর.বি হাসেমকে সভাপতি ও নুরুল সিকদারকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
রংধনু ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও আহ্বায়ক, লেখক ও শিক্ষক মাহবুব জামালের সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের সময় অন্যদের মধ্যে রংধনু ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস.এম আনোয়ার হোসেন, মু.দেলোয়ার শিকদার,আবু জাহিদ রিপন,আ: জলিল মিয়া, খোরশেদ আলম খোকা, রেজাউল করিম আলমগীর, এনামুল হক মনির, সাবেক সভাপতি হুমায়ূন কবির লিটনসহ ক্লাবের সাবেক সভাপতি- সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত ৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন
সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম,কোষাধক্ষ্য দুলাল সিকদার (মেজর) ও ক্রীড়া সম্পাদক মামুন হোসাইন।
কমিটি ঘোষণা শেষে নতুন কমিটির উদ্যোগে উপস্থিত সকলের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।
বা/স/শ/বা
Leave a Reply