সখীপুর সংবাদদাতা: ইতিহাস,গৌরব,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্য উল্লেখ করে টাঙ্গাইলের সখীপুরে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে (জেলখানামোড়) এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এম এ সবুর এর সভাপতিত্বে এসময় উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলমাস আজাদ ও সজীব আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা আওয়ামী যুবলীগের সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি/ সাধারণ সম্পাদক ও আহ্বায়ক/যুগ্ম আহবায়কবৃন্দসহ উপজেলার বিভিন্ন স্তরের যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আলমাস আজাদ বলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগ সখীপুর উপজেলা শাখা বিগত দিনেও সকল আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল এবং সকল অপশক্তির বিরুদ্ধে সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগ রাজপথে থাকবে। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সকল সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আমরা সকল আন্দোলন সংগ্রাম ও দলীয় কার্যক্রমে সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করবে।
আলোচনা শেষে দেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগ সরকার ও যুবলীগের উত্তরোত্তর সফলতা কামনা করে দোয়া ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র প্রতি সম্মান জানিয়ে দোয়া করা হয়। দোয়া শেষে কেক কাটা ও উপস্থিত সকলের মাঝে কেক বিতরণ করা হয়।
Leave a Reply