সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (২৩জুন) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে দশটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং বিকাল সাড়ে তিনটায় আনন্দ শোভাযাত্রা ও মোখতার ফোয়ারা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়ের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সরকারি সাদত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ, বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আতিকুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তারেক, সাংগঠনিক সম্পাদক কেবিএম রুহুল আমিন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান প্রমুখ।
বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ , কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
Leave a Reply