সখীপুরে এমপি জোয়াহেরকে গণ সংবর্ধনা
সখীপুর(টাঙ্গাইল)সংবাদদাতাসং:
টাঙ্গাইল ৮ (বাসাইল- সখীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার (৭ জানুয়ারি) বিকেলে যাদবপুর ইউনিয়নের নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয় মাঠে এ গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.বিল্লাল হোসেনের সভাপতিত্বে সংবর্ধেয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সখীপুর-বাসাইল আসনের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
আসাদুজ্জামান লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিউর রহমান গাউছ ও সাধারণ সম্পাদক মির্জা রাজিক, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, প্রফেসর আলীম মাহমুদ, হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন তালুকদার প্রমুখ।
এছাড়া ডা.জাকিয়া ইসলাম জ্যোতি, অধ্যাপক নজরুল ইসলাম খান, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম মুক্তা, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ হোসেন, রনি আহমেদ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় দূর দূরান্ত হতে আগত শিল্পী গন মনোজ্ঞ গান পরিবেশন করেন।
Leave a Reply