সখীপুর সংবাদদাতা:
টাঙ্গাইলের সখীপুরে ঘেচুয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মার্চ) দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাড. জোয়াহেরুল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ. কে. এম আতিকুর রহমান আতোয়ারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন তালুকদার, কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন, কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মোঃ আব্দুস ছবুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম হাবিব প্রমুখ।
অন্যদের মধ্যে এসময় সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা যুবলীগের আহ্বায়ক এম এ সবুর, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আলী, মোঃ ইয়াকুব আলী, ইউপি সদস্য আজমত আলীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবকবৃন্দ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply