সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের সখীপুরে খাবারে চেতনানাশক মিশিয়ে দিয়ে পরিবারের সবাইকে অচেতন করে বাড়ির সর্বস্ব লুট করেছে চোরেরা। বুধবার (১৪ ফেব্রুয়ারী) রাতে উপজেলার হারিঙ্গাচালা গ্রামের প্রবাসী আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো: বাবুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।
প্রবাসী আবুল কালামের মেয়ের জামাই মমিন আহমেদ জানান, বুধবার রাতের খাবার খাওয়ার পর-পরই বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। রাত একটার দিকে পরিবারের এক সদস্য ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করে। মমিন আহমেদ আরো বলেন, চোরেরা এসময় ৮ ভরি
চোরচক্রটি ঘরে ঢুকে নগদ ৩৫ হাজার টাকা, ৩টি বিদেশি কম্বল, ৮ ভরি স্বর্ণালংকারসহ অন্তত ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
একই দিন প্রতিবেশী শামসুল আলমের বাড়িতেও চেতনানাশক ওষুধ দেওয়ার ঘটনাও ঘটেছে ।
অচেতন ও অসুস্থ দুই পরিবারের সদস্যদের প্রতিবেশীরা উদ্ধার করে বৃহস্পতিবার সকালে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান, এবিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply