সখীপুর সংবাদদাতা:
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আ’লীগ দলীয় প্রার্থীর নির্বাচন প্রস্তুতি ও বিজয়ী করার উপলক্ষ্যে ২নং বহেড়াতৈল ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) বিকাল ৩ টায় বহেড়াতৈল ইউনিয়ন আ’লীগের আয়োজনে বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ের সামনে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ইউনিয়ন আ’লীগের সহসভাপতি মো: আলহাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী অনুপম শাহজাহান জয় । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আতিকুর রহমান বুলবুল, সখীপুর আবাসিক মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রেনুবর রহমান, মজিবর রহমান মজিদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম সহিদ, গোলাম ফেরদৌস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক সৈকত, এড. রাসেল রানা, আ: আউয়াল, ইউনিয়ন মহিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেনু বেগম, আবু সাইদ বিএসসি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান আপেল, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ রানা, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ উজ্জল হোসাইন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।
বক্তারা দলীয় স্বার্থে সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র গঠনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল- ৮আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী অনুপম শাহজাহান জয়কে বিজয়ী করতে দলের ভিতরে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ভোটারদের মন জয় করে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সোহেল সরকার ।
এসময় বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply