সখীপুর সংবাদদাতা:
সখীপুরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বহেড়াতৈল ইউনিয়ন কমিটি গঠণ করা হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কমিটিতে বহেড়াতৈল গ্রামের বীরমুক্তিযোদ্ধা প্রয়াত আনসার আলী কানন মাস্টারের ছেলে বেনজির আহম্মেদ বাদলকে সভাপতি ও বেতুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো. মকবুল হোসেনের ছেলে বহেড়াতৈল ইউনিয়নের ১ নং প্যানেল চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ডের সদস্য মোঃ উজ্জল হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়।
আগামী ১৫ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করে উপজেলা ইউনিটের আহবায়ক ও সদস্য সচিব বরাবর প্রেরন করার জন্য নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে নির্দেশ প্রদান করা হয়|
এসময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সন্তান,সখীপুর উপজেলা ইউনিটের আহ্বায়ক জাহিদ ইকবাল জাহাঙ্গীর, সদস্য সচিব শরিফুল হক মোজাম্মেল, যুগ্ম আহ্বায়ক রেনু বেগম, উপজেলা ইউনিটের সদস্য মোঃ মনিরুজ্জামান, রফিকুল কবির কায়সার, দাড়িয়াপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ বাদল হোসেন, বহেড়াতৈল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতা শাহ আলম, মোঃ আবু সাঈদ, শাকিল জামান, তানিম রহমান, রাশেদুল ইসলাম বাদশাহ, আজম খান, তুষার হাসান প্রমুখসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সখীপুর উপজেলা ইউনিটের সদস্য সচিব বলেন, বীর মুক্তিযোদ্ধার সন্তানেরাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ধারণ করে বড় হয়েছে। সেই চেতনা ও ইতিহাস রক্ষায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সক্রিয় ভূমিকা পালন করবে।
Leave a Reply