সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
বনের জায়গা দখল করে অবাধে নির্মাণ করা
হচ্ছে ঘর-বাড়ি। এতে বনাঞ্চল উজাড় হচ্ছে,
বিপন্ন হচ্ছে পরিবেশ। এমন চিত্র দেখা যাচ্ছে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া
ইউনিয়নের বিভিন্ন গ্রামে। হতেয়া রেঞ্জের কালিদাস বিটের ২০১৬/১৭ সনের সৃজিত বাগানের ভেতরে বাড়ি নির্মাণে
সহযোগিতা করার অভিযোগ উঠেছে প্রবাসী ছবুরের স্ত্রী নার্গিস আক্তারের বিরদ্ধে।
এলাকাবাসী জানান, গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়া এলাকায় বনের জায়গায় বাড়ি নির্মাণের প্রবণতা বেশি। গত কয়েক বছরে এই গ্রামে অনেক নতুন বাড়ি নির্মাণ করা হয়েছে। তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে বন বিভাগের লোকজনের সঙ্গে যোগসাজশে ঘর তোলার সুযোগ করে দিয়েছেন কিছু অসাধু ব্যক্তি ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কালিয়ানপাড়া
এলাকায় সৃজিত বাগানের প্লট নিজের নামে না থাকার পরও নার্গিস আক্তার বাড়ি বানিয়ে ভোগ দখল করে রেখেছেন। নতুন করে আরও ঘর তুলছেন।
কালিয়ানপাড়া গ্রামের প্রবাসী আব্দুস ছবুরের স্ত্রী নার্গিস আক্তার জানান, বাড়িতে ভালো ঘর না থাকায় বিয়ে করানোর পর ছেলের বউ চলে গেছে। আবার ছেলে বিয়ে করানোর আগেই নতুন ঘর দিচ্ছি। তাছাড়া বন বিভাগের জায়গায় অনেক ঘর আছে। তারাও ঘর তুলেছেন।
স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ মজিবর বলেন, সরকারি জায়গায় ঘরবাড়ি নির্মাণ বা অন্য কোনোভাবে দখল করা বে আইনী। আমার এলাকায় প্রবাসী ছবুরের স্ত্রী সৃজিত বাগানের প্লটে যে ঘর দিচ্ছেন সেটিও তাদের নামে নয়, সে জন্য নতুন করে ঘর নির্মাণ করতে নিষেধ করেছি ও বনবিভাগের কর্মকর্তাদের এ বিষয়ে পদক্ষেপ নিতে বলেছি।
এ বিষয়ে জানতে কালিদাস বিট কর্মকর্তা মোঃ শাহ আলমের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও পাওয়া না যাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।
Leave a Reply