সখীপুর সংবাদদাতা:
টাঙ্গাইলের সখীপুরে স্বেচ্ছাসেবকলীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বঙ্গবন্ধুর দৌহিত্র প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫৩ তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল পাঁচটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, সহসভাপতি আ: হাই তালুকদার,উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যক্ষ রহিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন সাথী, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার শিম্মী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলমাস আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নাজমুল হুদা মাস্টার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজুল ওয়ারেস, খলিলুর রহমান রহমান আপেলসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply