সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
“স্কাউটিং করবো, উন্নত সমাজ গড়বো” এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের সখীপুরে চারদিন ব্যাপী সপ্তম স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে চারদিন ব্যাপী স্কাউট সমাবেশের উদ্বোধন করেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল।
বাংলাদেশ স্কাউটস সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান ভূঁইয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন কমিশনার শাহীনা আক্তার। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ঝিল্লুর রহমান আনম, অধ্যক্ষ
কেবিএম খলিলুর রহমান, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাইয়ুম হোসাইন, নাকশালা জমির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি আবুল খায়ের গুলজারী, সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ লতিফ, উপজেলা কাব লিডার মো. মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহানারা খান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডারবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
স্কাউট সমাবেশে উপজেলার ২৩ টি বিদ্যালয়ের ২২৫ জন স্কাউটার অংশ গ্রহণ করে।
Leave a Reply