সখীপুরে তক্তারচালা নতুন বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি নাজমুল-সম্পাদক ছানোয়ার

- আপডেট সময় : ০৬:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুর উপজেলার তক্তারচালা নতুন বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বণিক সমিতির ভোটারদের ভোটের মাধ্যমে সভাপতি পদে মো. নাজমুল হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে মো. ছানোয়ার হোসেন নির্বাচিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ওই বাজারের ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি পদে রানা আহমেদ, যুগ্ম সম্পাদক পদে শ্রী সুবাস সূত্রধর, কোষাধক্ষ্য আলহাজ্ব ও সম্মানিত সদস্য পদে আয়নাল হক নির্বাচিত হয়েছে।
ওই বাজার বণিক সমিতির মোট ভোটার ৪২৮জন। ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করে ৩৯১ জন। এরমধ্যে ১৩টি ভোট বাতিল বলে গণ্য হয় এবং ৩৭৮ টি সঠিক ভোটের মধ্যে নাজমুল হোসাইন মোটরসাইকেল প্রতীকে ২১৫টি, ছানোয়ার হোসেন আনারস প্রতীকে ২১৪ টি, রানা আহমেদ হরিন প্রতীকে ২১৪ টি, শ্রী সুবাস সূত্রধর টিউবয়েল প্রতীকে ২০৯ টি, আলহাজ্ব কাপ পিরিচ প্রতীকে বিনা প্রতিদ্বন্দিতায় এবং সম্মানিত সদস্য হিসেবে আয়নাল হক মই প্রতীকে ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি নাজমুল হোসাইন বলেন,আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সকল ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি যাদের ভোট,দোয়া ও সহযোগিতায় আমি নির্বাচিত হয়েছি। আমি বণিক ভাইদের জন্য এবং এই বাজার উন্নয়নে সর্বোচ্চ কাজ করব ইনশাআল্লাহ।