ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভূঞাপুর থানায় ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে পুলিশ সদস্যদের

টাঙ্গাইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৭:৩৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
banglasomoy24 অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের ভূঞাপুর থানা ভবনটি অনেক পুরোনো হয়ে গেছে। বর্তমানে খসে খসে পড়ছে দ্বিতল ভবনের ছাদ ও দেওয়ালের পলেস্তারা। এতে ভবনটিতে পুলিশি কার্যক্রম ঝুঁকিতে পড়েছে। ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে পুলিশ সদস্যদের।

ভূঞাপুর থানা সূত্র জানায়, ১৯৭৪ সালের ৭ আগস্ট সাবেক স্বরাষ্ট্র ও যোগাযোগমন্ত্রী প্রয়াত এম মনসুর আলী ভূঞাপুর থানা উদ্বোধন করেন। ১৯৮৩ সালের ৯ নভেম্বর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা বিভাগের ডিআইজি এম আজিজুল হক। এখন ভবনটির অবস্থা জরাজীর্ণ। মাঝেমধ্যে সংস্কার হলেও সেটি কোনো কাজে আসেনি।

পুলিশ সদস্য সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা যে ভবনে বসবাস করছি এটি খুবই ঝুঁকিপূর্ণ। পলেস্তারা খসে পড়ছে। লোহার রডগুলো বেরিয়ে এসেছে। ঘুমে থাকলে ছাদের পলেস্তারা ভেঙে ও বালু খসে অনেক সময় চোখে-মুখে পড়ে। আবার বৃষ্টি হলে কক্ষে পানি পড়ে।’

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, আমরা পুলিশ সদস্যরা মানুষের জানমাল ও জননিরাপত্তার কাজ করি। থানা ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ঘটনার শঙ্কা নিয়ে নির্ঘুম রাত পার হচ্ছে সেই পুলিশ সদস্যদেরই। তিনি আরও বলেন, বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করাসহ নতুন একটি ভবন নির্মাণ ও থাকার সুব্যবস্থা করার জন্য দপ্তরে আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূঞাপুর থানায় ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে পুলিশ সদস্যদের

আপডেট সময় : ০৭:৩৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলের ভূঞাপুর থানা ভবনটি অনেক পুরোনো হয়ে গেছে। বর্তমানে খসে খসে পড়ছে দ্বিতল ভবনের ছাদ ও দেওয়ালের পলেস্তারা। এতে ভবনটিতে পুলিশি কার্যক্রম ঝুঁকিতে পড়েছে। ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে পুলিশ সদস্যদের।

ভূঞাপুর থানা সূত্র জানায়, ১৯৭৪ সালের ৭ আগস্ট সাবেক স্বরাষ্ট্র ও যোগাযোগমন্ত্রী প্রয়াত এম মনসুর আলী ভূঞাপুর থানা উদ্বোধন করেন। ১৯৮৩ সালের ৯ নভেম্বর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা বিভাগের ডিআইজি এম আজিজুল হক। এখন ভবনটির অবস্থা জরাজীর্ণ। মাঝেমধ্যে সংস্কার হলেও সেটি কোনো কাজে আসেনি।

পুলিশ সদস্য সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা যে ভবনে বসবাস করছি এটি খুবই ঝুঁকিপূর্ণ। পলেস্তারা খসে পড়ছে। লোহার রডগুলো বেরিয়ে এসেছে। ঘুমে থাকলে ছাদের পলেস্তারা ভেঙে ও বালু খসে অনেক সময় চোখে-মুখে পড়ে। আবার বৃষ্টি হলে কক্ষে পানি পড়ে।’

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, আমরা পুলিশ সদস্যরা মানুষের জানমাল ও জননিরাপত্তার কাজ করি। থানা ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ঘটনার শঙ্কা নিয়ে নির্ঘুম রাত পার হচ্ছে সেই পুলিশ সদস্যদেরই। তিনি আরও বলেন, বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করাসহ নতুন একটি ভবন নির্মাণ ও থাকার সুব্যবস্থা করার জন্য দপ্তরে আবেদন করা হয়েছে।