সখীপুরে কবি ইমরুল কায়েস রচিত “মগ্ন চৈতণ্যের ব্যবচ্ছেদ” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

- আপডেট সময় : ০৪:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

সখীপুরে কবি ইমরুল কায়েস রচিত “মগ্ন চৈতণ্যের ব্যবচ্ছেদ” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।বুধবার (১২ ফেব্রুয়ারী) সন্ধায় সখীপুর প্রেসক্লাবে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ারের সভাপতিত্বে কাব্যগ্রন্থ নিয়ে আলোচনায় অংশ নেয় নাট্যজন আলী হাসান, সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সখীপুর আবাসিক মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আব্দুল আলীম, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত কন্ঠশিল্পী এম.এ হাশেম, সরকারি মুজিব কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো: রফিকুল ইসলাম, প্রভাষক আব্দুল মালেক, সখীপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রুবেল, সহ-সম্পাদক মো: কবির হাসান প্রমুখ।
এসময় সরকারি মুজিব কলেজের খন্ডকালীন ইংরেজি শিক্ষক ও কবি ইমরুল কায়েস বলেন, দীর্ঘদিন যাবত আমি লেখালেখির সাথে জড়িত। আমার বেশকিছু গদ্য ও কবিতা রয়েছে, তবে “মগ্ন চৈতণ্যের ব্যবচ্ছেদ” আমার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।