সখীপুরে ছাত্র অধিকার পরিষদ কমিটি গঠন, সভাপতি সাদেক বাপ্পি-সম্পাদক আদনান

- আপডেট সময় : ১০:০০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ২২৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল জেলার অন্তর্ভুক্ত সখীপুর উপজেলা শাখার ৭২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।সাদেক বাপ্পিকে সভাপতি ও আদনান হোসাইনকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল জেলা শাখার ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নবাব আলীর সাক্ষরিত প্যাডে আগামী ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে রাখা হয়েছে খায়রুল ইসলাম শুভকে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে আছেন, সি:সহ -সভাপতি : রানা আহমেদ,সি: যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ, নাহিদ হাসান, দপ্তর সম্পাদক : আদনান সানি, অর্থ সম্পাদক: মাহিম তালুকদার, ক্রীয়া সম্পাদক: মারফুল ইসলাম।
নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক জানান, বিগত ২০১৮ সাল থেকে যেভাবে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে অধিকার আদায়ে কাজ করে আসছে সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আগামীতে সখীপুর উপজেলার ছাত্রদের পক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং উপজেলার সকল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবসময় সকলের সার্বিক সহযোগিতা ও পাশে থাকার অনুরোধ করেন।
টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী বলেন, সাধারণ ছাত্র জনতার পক্ষে থেকে কাজ করার প্রত্যয় নিয়ে, দলকে গতিশীল করার লক্ষ্যে আগামী ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়াও এ কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সব ইউনিয়নের কমিটি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।