সখীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে ছাই চার দোকান

- আপডেট সময় : ০৬:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই মার্কেটে একটি খেলাঘর একটি পেট্রোলের দোকান এবং দুটি সেনেটারী দোকান ছিল। রবিবার (০৯ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
উপজেলার কচুয়া সড়কের অগ্রণী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের মধ্যবর্তী স্থানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিয়ার ওই মার্কেটটিতে তার ছেলে আ. লতিফ একটি খেলাঘর পরিচালনা করতেন। ব্যবসায়ী আব্বাস আলী ‘মিস্ত্রি সেনেটারী’ নামক দোকান পরিচালনা করতেন। মিলন সেনেটারী এবং ইউসুভ মিয়ার পেট্রোলের দোকানও ছিল একই মার্কেটে।
আগুন নিয়ন্ত্রণে সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট কাজ করে। সখীপুর থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন। আগুনের ভয়াবহতায় আশপাশের দোকানগুলোর মালামাল সরিয়ে সড়কের উপর রেখে শেষ সম্বল টুকু রক্ষা করার চেষ্টা করেন ব্যবসায়ীরা।
রাত ১০টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় মার্কেটসহ চার ব্যবসায়ীর স্বপ্ন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এর আগেও গত ৫-৬ বছরে দুইবার একই মার্কেটে আগুন লেগেছে। আজকে তৃতীয়বার। এ সংবাদ লেখা পর্যন্ত আগুনের সূত্রপাত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। সব মিলিয়ে প্রায় এক কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা যায়।